দিঘলিয়ায় বিএনপি প্রার্থীকে হারিয়ে দেওয়ার অভিযোগ
খুলনা ব্যুরো : ‘খুলনা জেলার দিঘলিয়া উপজেলা নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থীকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম মনা এ কথা বলেন।
তিনি জানান, দিঘলিয়া উপজেলায় বিএনপি সমর্থিত ভাইস চেয়ারম্যান মহিলা এবং ভাইস চেয়ারম্যান বিপুল ভোটে জয়লাভ করে, সেখানে চেয়ারম্যান প্রার্থী হারে কীভাবে? ভোটারা প্যানেল ভোট দিয়েছেন, সেখানে চেয়ারম্যান প্রার্থী এম সাইফুর রহমানকে জোর করে হারানো হয়েছে। তিনি এ আসনে চেয়ারম্যান পদে পুনর্নির্বাচন দাবি করেন।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম নূরুল ইসলাম, সিটি মেয়র মনিরুজ্জামান মনি, সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, এ ব্যাপারে রিটার্নিং অফিসার এবং নির্বাচন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে।
(দ্য রিপোর্ট/এটি/এএস/সা/ফেব্রুয়ারি ২০, ২০১৪)