চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।এদের মধ্যে ট্রেনের নিচে কাটা পড়ে একজন এবং বাসের ধাক্কায় অপরজন নিহত হয়েছেন।
নগরীর রফতানি প্রক্রিয়াজাত অঞ্চলে (সিইপিজেড) বাসের নিচে চাপা পড়ে পোষাক শ্রমিক লিপি আক্তার (১৯) এবং জেলার বোয়ালখালীতে ট্রেনের নিচে কাটা পড়ে হরজন আলী (৫৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে মহানগরীর সিইপিজেড এর ভেতরে স্টাফ বাসের ধাক্কায় লিপি আক্তার (১৯) নামে এক গার্মেন্টস শ্রমিক গুরুতর আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তার মৃত্যু হয়।
নিহত লিপি সিইপিজেডের একটি পোষাক কারখানায় কাজ করতো। তার স্বামীর নাম মো. মিজানুর রহমান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, সকালে কর্মস্থলে যাওয়ার সময় ইপিজেড গেইটের ভেতরের সড়কে স্টাফ বাসের ধাক্কায় গুরুতর আহত হন লিপি আক্তার। পরে তাকে হাসপাতালে আনা হলে সকাল সাড়ে ৯ টার দিকে তিনি মারা যান।
এদিকে জেলার বোয়ালখালী উপজেলায় রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হরজন আলী নামে এক দিনমজুর বোয়ালখালীর গোমদণ্ডি রেল স্টেশন এলাকায় রেল লাইন পার হতে গিয়ে দোহাজারীগামী ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হন। তার ডান পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
বোয়ালখালী থানা পুলিশের উপ-পরিদর্শক মোস্তাক আহমদ চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে হরজন আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই মোহাম্মদ ফরিদ।
হরজন আলী ভোলার লাল মোহন উপজেলার জেবল হকের পুত্র।
(দ্য রিপোর্ট/এমকে/জানুয়ারি ৩০, ২০১৭)