রংপুর অফিস : রংপুরে একটিতে জামায়াত ও একটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

মিঠাপুকুর : জামায়াত সমর্থিত প্রার্থী মো. গোলাম রব্বানী (মোটরসাইকেল) এক লাখ ২৫ হাজার ৯২৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী আওয়ামী লীগের মো. জাকির হোসেন (আনারস) পেয়েছেন ৯২ হাজার ৪৯৮ ভোট এবং জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মেজবাহুল ইসলাম মিলন পেয়েছেন ৮ হাজার ৯৪১ ভোট।

তারাগঞ্জ : স্বতন্ত্র প্রার্থী আনিসুর রহমান লিটন (দোয়াত-কলম) জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২৫ হাজার ৯০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শামসুল কাদের সরকার (মোটরসাইকেল) পেয়েছেন ১৬ হাজার ৮৯২ ও বিএনপির প্রার্থী নুরুননবী দুলাল (আনারস) পেয়েছেন ১৬৪ ভোট।

(দ্য রিপোর্ট/এসভি/এএস/আরকে/ফেব্রুয়ারি ২০, ২০১৪)