চুয়াডাঙ্গায় অস্ত্র-গুলিসহ ভারতীয় মালামাল আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ও জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ১১০ বোতল ফেনসিডিল ও ৫৩০০টি টিভি পার্টস আটক করেছে বিজিবি।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি দল দামুড়হুদার হুদাপাড়া সীমান্তের ৯৪ নম্বর মেইন পিলারের কাছে এক ভুট্টাক্ষেতে ওঁৎ পেতে ছিল। এ সময় তিনজন চোরাচালানী ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাদের চ্যালেঞ্জ করলে তারা তিনটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা তল্লাশি করে কাপড়ে জড়ানো একটি ভারতীয় পিস্তল, এক রাউন্ড তাজা গুলি ও ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ছাড়া বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রাজাপুর ক্যাম্পের হাবিলদার আব্দুল কুদ্দুস ফোর্সসহ সীমান্তের ৭২ নম্বর মেইন পিলারের কাছে টহল দেওয়ার সময় চারজন চোরাচালানী দেখে চ্যালেঞ্জ করলে তারা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভেতরে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৫৩০০টি টিভি পার্টস পাওয়া যায়।
(দ্য রিপোর্ট/এএইচ/এমএইচও/এএস/আরকে/ফেব্রুয়ারি ২০, ২০১৪)