চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ওমর ফারুক (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার বর্তমান মূল্য এক কোটি ১৮ লাখ টাকা।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে নগর গোয়েন্দা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, রবিবার রাতে থানাধীন নতুন ব্রিজ এলাকায় পিকআপসহ ওমর ফারুককে আটক করা হয়। সে কক্সবাজারের মহেশখালী থানার পৌরসভার দাসী মাঝিপাড়া এলাকার নজির আহম্মদের ছেলে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আনোয়ার হোসেন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ওমর ফারুক জানিয়েছে যে দীর্ঘদিন ধরে সে কক্সবাজার থেকে কম দামে ইয়াবা কিনে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রি করে আসছে।

এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নগরীর বাকলিয়া থানায় মামলা হয়েছে বলেও জানিয়েছেন আনোয়ার হোসেন।

(দ্য রিপোর্ট/কেএনইউ/জেডটি/জানুয়ারি ৩০, ২০১৭)