বেনাপোল প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় যশোর শার্শা উপজেলা চেয়ারম্যান প্রার্থীসহ চার নেতাকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বুধবার রাতে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃতরা হলেন- শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সহ-সভাপতি সালেহ আহমেদ মিন্টু, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল।

যশোর জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মীর জহুরুল ইসলাম জেলা সভাপতি আলী রেজা রাজুর উদ্ধৃতি দিয়ে জানান, দলের সিদ্ধান্ত অমান্য করে শার্শা উপজেলায় সিরাজুল হক মঞ্জুর নির্বাচনী প্রচারণা চালানো এবং অন্যরা তার পক্ষে কাজ করায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান আব্দার, সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক খয়রাত হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সেতারা খাতুন, শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা সরদার অলোক, সদস্য আবুল হোসেনসহ প্রমুখ।

(দ্য রিপোর্ট/জেএইচ/এফএস/আরকে/ফেব্রুয়ারি ২০, ২০১৪)