ভোলা প্রতিনিধি : ভোলার দৌলতখান উপজেলায় জমি নিয়ে বিরোধে সৃষ্ট সংঘর্ষে ইউনিয়ন পরিষদের সদস্যসহ দু’পক্ষের ২১ জন আহত হয়েছেন। দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর গ্রামে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য হাসনা আক্তার (৩৫), সাকিল (২০), বিবি মরিয়ম (৩০), জহুরা বেগম (২০), মাইনুর বেগম (৩৫), সলেমান (৪৪), রহিম (২০) ও মমতাজকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভোলা দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল কবির দ্য রিপোর্টকে জানান, সংঘর্ষের বিষয়ে দু’পক্ষই থানায় মামলা করেছে। আমরা খোঁজ নিয়ে দোষীদের ধরার চেষ্টা করব।

স্থানীয়রা জানান, দক্ষিণ জয়নগর গ্রামের মোস্তাফিজুর রহমান গংদের সঙ্গে একই গ্রামের আলাউদ্দিন গংদের ১৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দু’পক্ষই জানুয়ারি মাসে দৌলতখান থানায় মামলা করেন। মামলাটি আদালতে গেলে মোস্তাফিজুর রহমানের পক্ষে রায় আসে। আদালতের রায় পেয়ে মোস্তাফিজুর সকাল সাড়ে ১০টার দিকে জমি দখলের উদ্দেশে ঘর তুলতে গেলে আলাউদ্দিন বাধা দেন। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে দু’পক্ষের ২১ জন আহত হন। এদের মধ্যে গুরুতর সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

(দ্য রিপোর্ট/জেএসবি/এমএইচও/এএস/সা/ফেব্রুয়ারি ২০, ২০১৪)