দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের রাজধানী দিল্লি আর উপশহর গুরগাঁওয়ের মধ্যে সংযোগ তৈরি করা রাজপথ দিয়ে চলা যানবাহন থেকে টোল আদায় বন্ধ করা হয়েছে। ব্যস্ত এই সড়কে যানজট কমাতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। খবর : বিবিসির।

দিল্লি হাইকোর্ট বুধবার ২৭ কিলোমিটার দীর্ঘ এই রাজপথের দায়িত্বে থাকা সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের টোল আদায় বন্ধের নির্দেশ দেয়। গাড়িগুলোকে বৃহস্পতিবার সকাল থেকেই জনহীন টোলগেট তীব্র গতিতে অতিক্রম করতে দেখা যায়।

তবে ক্ষতি পুষিয়ে নিতে দিল্লি থেকে ২৭০ কিলোমিটার দূরে জয়পুর শহরে সড়কটির শেষ মাথায় দ্বিগুণ শুল্ক আদায় করা হচ্ছে।

আট লেন বিশিষ্ট এই সড়কে প্রতিদিন প্রায় দুই লাখ যানবাহন চলাচল করে। আর টোল গেট পার হতে ২০ মিনিটের মত সময় নষ্ট করতে হয় এই পথে যাতায়াতকারীদের। যানজট কমাতে টোল আদায়ের জন্য লোকবল বাড়ানো হলেও অবস্থার কোনো উন্নতি হয়নি।

সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে ভারতের করা প্রথম বড় ধরনের প্রকল্প এই সড়ক। কিন্তু যানজট, পথচারী পারাপারে ওভার ব্রিজের অভাব আর আর্থিক অনিয়মের কারণে ২০০৮ সালে চালু হওয়ার পর থেকেই সমালোচনার মুখে পড়ে এ প্রকল্পটি। যানজট নিরসন ও টোল প্রত্যাহারের দাবিতে নিয়মিতই বিক্ষোভ জানিয়ে আসছিলেন এ অঞ্চলের বাসিন্দারা।

(দ্য রিপোর্ট/আরজে/এমসি/সা/ফেব্রুয়ারি ২০, ২০১৪)