‘টুয়েন্টি-২০’র প্রিপারেশন মোটামুটি ভালো’
দ্য রিপোর্ট প্রতিবেদক : আসন্ন আইসিসি ওয়ার্ল্ড টুয়েন্টি-২০’র আয়োজন নিয়ে বাংলাদেশের প্রিপারেশন মোটামুটি ভালো বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে এ টুর্নামেন্ট সংক্রান্ত সাংগঠনিক কমিটির (কার্যনির্বাহী কমিটি) এক জরুরি সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
বৈঠকে কী আলোচনা হয়েছে- জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের প্রিপারেশন কেমন, কোথায় গ্যাপ আছে, কত দর্শক, নানা ধরনের প্রয়োজন এ সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’
‘আমাদের প্রিপারেশন কেমন’ জানতে চাইলে তিনি বলেন, ‘প্রিপারেশন মোটামুটি ভালো। তবে এবার দায়িত্বটা অত্যন্ত ব্যাপক। এ জন্য ভয়... আগেরবার ৮টি খেলা হয়েছিল, এবার খেলা হবে ৮৮টি এবং এটা সারাদেশব্যাপী। ঢাকা, নারায়ণগঞ্জ, বিকেএসপি, সিলেট ও কক্সবাজারে এ সব খেলা অনুষ্ঠিত হবে।’
অপর এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘কত ব্যয় হচ্ছে এটা এ মুহূর্তে বলা সম্ভব নয়। দুই রকমের ব্যয় আছে। স্ট্রাকচারাল যে ব্যয় সেটা বাজেট থেকে যায়। গতবার এ খাতে ৬৯ কোটি টাকা লেগেছিল। এবারও এ রকমই লাগবে। তারপরও এবার বাজেট থেকে অনেক টাকা দিতে হবে। সেটা কত এখনও জানি না। কারণ প্রস্তাবগুলো এখনও আসেনি ঠিকমত, এলে পরে বোঝা যাবে।’
প্রসঙ্গক্রমে তিনি জানান, ‘ভবন ও স্টেডিয়াম নির্মাণে ইতোমধ্যে ২৬০ কোটি টাকা ব্যয় হয়ে গেছে। বিকেএসপি ও নারায়ণগঞ্জের স্টেডিয়াম মেরামত এবং সিলেট ও কক্সবাজারে নতুন স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। এখন সামনে আসছে নিরাপত্তা ও যাতায়াত ব্যয়। ৮৮টি খেলার জন্য নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর মুভমেন্ট অনেক বেড়ে যাবে, ফলে ব্যয়ও বাড়বে।’
অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন, সংসদ সদস্য শামীম ওসমান প্রমুখ উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/এসআর/এসবি/সা/ফেব্রুয়ারি ২০, ২০১৪)