যশোর অফিস : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোর সার্কেলের একটি দল পিস্তল, গুলি, ধারালো অস্ত্র ও মাদকদ্রব্যসহ চার যুবককে আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে শহরের পুরনো কসবা পুলিশ লাইন টালিখোলা এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হল- টালিখোলা এলাকার ইব্রাহিম খলিলের ভাড়াটিয়া আবদুল কাদেরের ছেলে খায়রুল বাশার হিরো, ঝিকরগাছা উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের আবু রহিমের ছেলে আবু হানিফ, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দেবরাজপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে মাসুদ রানা ও একই গ্রামের শাহাদত হোসেনের ছেলে এনামুল হক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইব্রাহিম খলিলের বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির মালিককে সঙ্গে নিয়ে ভাড়াটিয়া আবদুল কাদেরের ঘরে ঢুকে চারজনকে আটক করা হয়। এরপর ঘর তল্লাশি করে একটি নাইন এমএম পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি হাঁসুয়া, একটি কিরিচ, ১৪ পিস ইয়াবা ও লুপিজেসিক নামে এক প্রকার ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মাদকদ্রব্য উদ্ধারের জন্য এ অভিযান চালানো হলেও অপ্রত্যাশিতভাবে অস্ত্র-গুলি উদ্ধার হয়। এ ঘটনায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা দুটি মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/একে/এফএস/এএস/সা/ফেব্রুয়ারি ২০, ২০১৪)