সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রাম অফিস : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলায় দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত সোয়া ১০টায় উপজেলার ভাটিয়ারী বানুবাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশ বার আউলিয়া থানার অফিসার ইনচার্জ ছালেহ আহমদ পাঠান এ ঘটনার নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন মো. রাকিব (২৫), নয়ন (২৮) ও জাবেদ (৩০)। তারা তিনজনই উপজেলার বাংলাবাজার ফকিরহাট এলাকার বাসিন্দা বলে পুলিশ জানায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনজন মোটরসাইকেল চালিয়ে সীতাকুণ্ডের দিকে যাওয়ার সময় বানুবাজার এলাকায় পৌঁছলে পেছন থেকে দ্রুতগামী কাভার্ডভ্যান মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান।
(দ্য রিপোর্ট/জেডটি/এনআই/এম/ফেব্রুয়ারি ০১, ২০১৭)