বরিশাল অফিস : বরিশালের সদর উপজেলার বরিশাল-পটুয়াখালী সড়কে খয়রাবাদ সেতুর ঢালে ট্রাকের চাপায় পপি আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পপি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার অনুরাগ গ্রামের তসলিম উদ্দিনের মেয়ে ছিলেন। তিনি নলছিটি ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এটিএম মোজাহিদুল ইসলাম জানান, নিহত পপি হেঁটে সেতুতে উঠছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে মারাত্মক আহত হলে স্থানীয়রা পপিকে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টায় তিনি মারা যান।

এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ ট্রাকটিকে বরিশাল নগরীর গড়িয়ার পাড় থেকে আটক করলেও চালককে আটক করা যায়নি।

(দ্য রিপোর্ট/বিএস/এফএস/সা/ফেব্রুয়ারি ২০, ২০১৪)