ঝালকাঠিতে বখাটেদের উৎপাতে এইচএসসি পরীক্ষার্থীর পড়ালেখা বন্ধ
ঝালকাঠি প্রতিনিধি : বখাটেদের উৎপাতে ঝালকাঠি সদর উপজেলার গুয়াটন হেমায়েত উদ্দিন কলেজের এক এইচএসসি পরীক্ষার্থীর লেখাপড়া বন্ধের উপক্রম হয়েছে। বিভিন্নভাবে হয়রানির শিকার ছাত্রীটি বাসা থেকে বের হতে পারছেন না।
এ ঘটনায় বুধবার রাতে কলেজছাত্রীর বাবা সৈয়দ মাহমুদ হোসেন ঝালকাঠি সদর থানায় জিডি (নং-৮৩৫) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, সদর উপজেলার নওয়াপাড়া গ্রামের লিয়াকত আলী মুহুরির ছেলে বখাটে তায়েবের (২৪) নেতৃত্বে মহসিন তালুকদারের ছেলে কাওসার (১৮) ও জাকির মাস্টারের ছেলে জনি (১৮) ওই ছাত্রীকে কলেজে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত। এক পর্যায়ে বিয়ের প্রস্তাবও দেওয়া হয় ছাত্রীটিকে। ছাত্রীটি তা প্রত্যাখ্যান করলে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।
ঝালকাঠি থানার এএসআই রেজাউল কবির দ্য রিপোর্টকে জানান, এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঝালকাঠির মানবাধিকারকর্মী অ্যাডভোকেট হাফিজুর রহমান বাবু ঘটনাটি শুনে বলেন, বখাটেদের প্রতিহত করা দরকার। ইভটিজিং আইনে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
(দ্য রিপোর্ট/এসএমআরকে/এমএইচও/এএস/সা/ফেব্রুয়ারি ২০, ২০১৪)