মোহাম্মদপুরে নকল স্যালাইন উদ্ধার, আটক ২
দ্য রিপোর্ট প্রতিবেদক : মোহাম্মদপুর জাফরাবাদ এলাকায় ‘ফুড এন্ড এরগো লিমিটেড’ নামের এক কারখানায় অভিযান চালিয়ে নকল স্যালাইন উদ্ধার করেছে র্যাব-২। এ সময় ঘটনায় জড়িত দুজনকে আটক করে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
র্যাব-২ এর একটি দল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় এ অভিযান পরিচালনা করে।
র্যাব-২ এর অপারেশন অফিসার রাইহান উদ্দীন খান জানান, মোহাম্মদপুরের ৬৫/৫ নম্বর জাফরাবাদ এলাকার একটি বাড়িতে অভিযান চালায় র্যাব-২ এর একটি দল। অভিযানে বিপুল পরিমাণ নকল ওরস্যালাইন, টেস্টিস্যালাইন ও স্যালাইন তৈরির উপকরণ উদ্ধার করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়েছে। তাদের একজন ওই কারখানার মালিক মোহাম্মদ বিশ্বাস বলে জানান তিনি। তবে অপরজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনি আরও জানান, ওই বাড়িতে নকল ওরস্যালাইন ও টেস্টিস্যালাইন তৈরি করে সেগুলোর গায়ে বিভিন্ন কোম্পানি ও ব্র্যান্ডের নাম ব্যবহার করে বাজারজাত করা হত।
(দ্য রিপোর্ট/এনইউডি/এমএইচও/এমসি/সা/ফেব্রুয়ারি ২০, ২০১৪)