দ্য রিপোর্ট ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে ফের রক্তক্ষয়ী সংঘর্ষে বৃহস্পতিবার অন্তত ২১ জনের প্রাণহানি হয়েছে। ফলে বুধবার রাতে প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ ও বিরোধীদের মধ্যে শান্তির যে চুক্তি হয় তাও ভেঙ্গে পড়ল। খবর বিবিসি ও এনডিটিভির।

এদিকে প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের দপ্তর থেকেও এক বিবৃতিতে জানানো হয়েছে, এই সংঘর্ষে অনেক পুলিশ সদস্যও নিহত এবং আহত হয়েছেন।

প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের সঙ্গে কয়েকজন ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার এক বেঠকে মিলিত হয়েছেন। ওই বৈঠকে যোগ দেওয়া জার্মানি, ফ্রান্স ও পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা মূলত প্রেসিডেন্ট ইয়ানুকোভিচকে বিরোধীদের সঙ্গে একটি সমঝোতা করে রক্তপাত বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্রও বুধবার ইউক্রেনের উচ্চ পর্যায়ের ২০ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করার ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের ওপর চাপ অব্যাহত রেখেছে। অন্যদিকে বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রী ও ইইউর পররাষ্ট্রনীতি প্রধান ক্যাথেরিন অ্যাশটনের মধ্যেও একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে ইউক্রেনের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ এবং নির্যাতনের কাজে ব্যবহৃত হতে পারে এমন সরঞ্জাম ইউক্রেনের কাছে বিক্রির উপর নিষেধাজ্ঞা জারির বিষয়ে আলোচনা করা হবে।

ইউক্রেনের চলমান রাজনৈতিক সংঘাত দেশটির সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হওয়ার পরবর্তী ২২ বছরের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী।

গত নভেম্বরে ইউরোপীয় ইউনিয়নকে পাশ কাটিয়ে রাশিয়ার সঙ্গে এক অর্থনৈতিক সহায়তা চুক্তি করায় এই বিক্ষোভের সূচনা হয়।

(দ্য রিপোর্ট/এমএটি/এমসি/এএল/ফেব্রুয়ারি ২০, ২০১৪)