দ্য রিপোর্ট প্রতিবেদক : ২০৫০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিক সক্ষমতায় চীনকেও ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রাজধানীর রূপসী বাংলা হোটেলে অনুষ্ঠিত এক সংলাপে বৃহস্পতিবার বিকেলে একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের তথ্য উদ্ধৃত করে এ আশা প্রকাশ করেন তিনি।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) আয়োজনে ‘বাংলাদেশের কৃষি এবং কাঠামোগত রূপান্তর’ শীর্ষক ওই সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড.ওসমান ফারুক, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, ইকোনমিক রিসার্স গ্রুপের বিআইডিএস’র ফেলো ড. কাজী শাহাবুদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম এম আকাশ প্রমুখ। সভাপতিত্ব করেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

আন্তর্জাতিক ওই গবেষণা প্রতিষ্ঠানের উদ্ধৃত দিয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, বর্তমানে অর্থনৈতিক সূচকে বাংলাদেশ ভালো অবস্থানে আছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০৫০ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৭ শতাংশের ওপরে। যেখানে বৈশ্বিক প্রবৃদ্ধি থাকবে মাত্র ৩ শতাংশ। ফলে আমাদের জন্য চীনকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব কিছু না।

তিনি বলেন, বাংলাদেশের কৃষি শুধু জনসংখ্যার খাদ্য উৎপাদনে সাহায্য করে না। এর সঙ্গে কর্মসংস্থান, জিডিপি প্রবৃদ্ধি সহ দেশের পুরো অর্থনীতি জড়িত।

সংলাপে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, দেশে কৃষি বাজার অবকাঠামো কোন প্রধান্য নেই। এ কারণে কৃষি পণ্যগুলো রপ্তানিমুখে হতে পারছে না। সাম্প্রতিক সময়ে প্রচুর পরিমাণে উৎপাদন হওয়া সত্ত্বেও আলু বাজারে ধসের অন্যতম কারণ বলেও মনে করেন তিনি।

তিনি আরও বলেন, গ্রাম অঞ্চলে এলজিইডি’র যে সড়কগুলো রয়েছে তা দেশের কৃষিপণ্য বাজারজাতকরণে অন্যতম সহায়ক। এ সড়কগুলোর উন্নয়ন করা উচিত।

(দ্য রিপোর্ট/এএইচএস/জেএম/ফেব্রুয়ারি ২০, ২০১৪)