দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় ভ্যান থেকে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত খোদেজা বেগম (৭০) উপজেলার সুজালপুর গ্রামের শের মোহাম্মদের স্ত্রী। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ভ্যান থেকে পড়ে খোদেজা বেগম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেল সাড়ে ৫টার সময় চিকিৎসাধীন অবস্থায় নিহত হন।

এ ব্যাপারে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি ইউডি মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমআই/এএস/ফেব্রুয়ারি ২০, ২০১৪)