চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে জঙ্গি সন্দেহে আটক হওয়া ‘ইসলামী সমাজের’ ২৪ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে পাহাড়তলী থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম মহানগর হাকিম আদালত।

নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার পরিতোষ ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর পাহাড়তলী থানার মৌসুমী আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ২০১১ নম্বর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

(দ্য রিপোর্ট/এমএইচএ/ফেব্রুয়ারি ০৪, ২০১৭)