চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরের কোতয়ালী থানাধীন পৃথক দুইটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আছাদগঞ্জে অবস্থিত শুটকি পল্লীতে ও খলিফা পট্টিতে আগুন লাগার ঘটনা ঘটে। 

রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে আছাদগঞ্জের শুটকি পল্লীতে গ্যাসের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ১২টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বেশ কয়েকটি শুটকি গুদাম, বস্তি ঘর, লবন কারখানা ও সাবানের গুদাম পুড়ে যায়।

ফায়াস সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিরুপণ করা যায়নি। এ জন্য কাজ চলছে।

অপরদিকে কোতয়ালী থানাধীন খলিফা পট্টিতে সকাল সাড়ে ১১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

(দ্য রিপোর্ট/এমকে/ফেব্রুয়ারি ০৫, ২০১৭)