চট্টগ্রামে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিসির) শিক্ষার্থীরা নগরীর জাকির হোসেন সড়ক অবরোধ করেছে। ইউএসটিসিতে অধ্যয়নরত ডেন্টাল বিভাগের ২৫ থেকে ২৯ ব্যাচ পর্যন্ত সকল শিক্ষার্থী এতে অংশ নেয়। রবিবার সকাল পৌনে ১১টার দিকে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী এ সড়ক অবরোধ করে।
এতে ইউএসটিসির সামনে নগরীর জাকির হোসেন রোডে যান চলাচল এক ঘণ্টা বন্ধ ছিল। পরে পুলিশ তাদের সড়ক থেকে চলে যেতে বাধ্য করে। অবরোধের কারণে জাকির হোসেন সড়কে যান বাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বিএমডিসি কর্তৃপক্ষ এসব শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ রাখায় এ কর্মসূচি পালন করছে বলে জানান ২৬তম ব্যাচের শিক্ষার্থী হোসাইন।
ঘটনাস্থলে থাকা খুলশি থানার এসআই হেলাল জানান, শিক্ষার্থীরা তাদের রেজিস্ট্রেশনের দাবিতে সড়কে অবস্থান নিয়েছিল। আমরা তাদেরকে বুঝিয়ে বলেছি রাস্তা থেকে সরে যেতে। পরে তারা অবরোধ তুলে নিলে বেলা ১২টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
(দ্য রিপোর্ট/এনআই/এপি/০৫, ২০১৭)