খাগড়াছড়ি প্রতিনিধি : মাটিরাঙ্গা উপজেলা নির্বাচনের ফল ঘোষণার পর বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগ-বিএনপির পাল্টা হামলায় উভয়ের ৩৫ নেতাকর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেনের বাড়িতে বৃহস্পতিবার বিকেলে হামলা, বিএনপি নেতা সভাপতি ফজল ভূঁইয়া ও বিএনপিকর্মী সাবু মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগ সমর্থকরা। এ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম তাজু ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন।

উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সুবাস চাকমা অভিযোগ করেন, বিএনপি নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা করছে। উপজেলার গুমতি, আদর্শ গ্রাম ও করিম মাস্টারপাড়ায় ১১ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আহত করেছে। তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

মাটিরাঙ্গা থানার ওসি (পরিদর্শক) মো. মাঈনুদ্দীন খান কয়েকটি ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুরো উপজেলায় সেনাবাহিনী ও বিজিবির অংশগ্রহণে টহল জোরদার করেছি। মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. সব্যসাচী নাথ রুবেল ১৪ জন হাসপাতালে ভর্তি থাকার কথা জানিয়েছেন।

অপরদিকে জেলার রামগড়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল কাদেরসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এ নিয়ে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দোকানপাট বন্ধ রয়েছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যোবাইরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

(দ্য রিপোর্ট/এইচএমপি/এএস/ফেব্রুয়ারি ২০, ২০১৪)