দ্য রিপোর্ট ডেস্ক : এবারের বই মেলায় এসেছে কবি, লেখক, সাংবাদিক শাহীন চৌধুরীর নতুন উপন্যাস ‘ত্রিচারিণী’।

বাস্তবধর্মী এ লেখকের আলোচিত উপন্যাসটি একটি চতুর্ভূজ প্রেমকাহিনী। উপন্যাসের নায়িকা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বেপরোয়া জীবন-যাপনসহ যে কোনো  চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি। তার এই চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে গিয়েই ঘটে যায় একটি মারাত্মক দুর্ঘটনা। যার পরিণতিতে পৃথিবী থেকে চলে যায় তিনটি মূল্যবান প্রাণ। এ ঘটনার জের ধরে শেষ পর্যন্ত নায়ক এবং নায়িকাকেও কারাভোগ করতে হয়। মর্মস্পর্শী এ উপন্যাসের কাহিনী পাঠক হৃদয়কেও স্পর্শ করবে, এটাই প্রকাশকের প্রত্যাশা।

উপন্যাসটি প্রকাশ করেছে ছায়াবিথী প্রকাশন। বই মেলায় তাদের স্টল নম্বর ২২১। বইটির প্রচ্ছদ এঁকেছেন অনিসুর বুলবুল। ঝকঝকে সাদা কাগজে ছাপা সাত ফর্মার এ উপন্যাসটির মূল্য ১৫০ টাকা।

(দ্য রিপোর্ট/এমএইচএ/জেডটি/ফেব্রুয়ারি ০৫, ২০১৭)