চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার কলেজিয়েট স্কুল মাঠে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের স্ট্যাম্পের আঘাতে ফয়সাল (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।

নিহত ফয়সাল ডবলমুরিং থানার পানওয়ালাপাড়া এলাকার মোহাম্মদ শাহজাহানের পুত্র বলে পুলিশ জানিয়েছে।

সিএমপির সদরঘাট থানার সাব ইন্সপেক্টর মো. মফিজ বিষয়টি নিশ্চিত করে জানান, খেলা নিয়ে বিরোধের জের ধরে এক পক্ষের ক্রিকেট স্ট্যাম্পের আঘাতে কিশোরের মৃত্যু হয়েছে শুনেছি। তার লাশ চমেক হাসপাতালে আছে। আমি সেখানে যাচ্ছি। বিস্তারিত পরে জানতে পারবো।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল ইসলাম বলেন, কয়েকজন লোক সন্ধ্যা ৬টার দিকে ফয়সালকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তারা বলেছে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে স্ট্যাম্পের আঘাতে ফয়সালের মৃত্যু হয়েছে। তবে কারা এর সাথে জড়িত তা বলতে পারেনি। নিহত ফয়সাল এলাকার পান দোকানী বলে জানান তারা।

(দ্য রিপোর্ট/এমএইচএ/ফেব্রুয়ারি ০৫, ২০১৭)