চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর টেরী বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ সামরিক বাহিনীর পোশাক তৈরির কাপড়। একটি চক্র সামরিক বাহিনী পোশাক তৈরি করে প্রকাশ্যে বিক্রি করে আসছিল। এবং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সন্ত্রাসী বাহিনী এসব পোশাকের ক্রেতা বলে জানতে পেরেছে গোয়েন্দা সংস্থা।

রবিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন খবরের ভিক্তিতে র‌্যাবের একটি টিম অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন সামরিক বাহিনীর ৫ হাজার ১১১ গজ পোশাক উদ্ধার করেছে। পরে তা চট্টগ্রাম সেনানিবাসের আর্মি সিকিউরিটি ইউনিট প্রধানের উপস্থিতিতে ধ্বংস করে ফেলা হয়েছে।

রবিবার রাতে র‌্যাবের পাঠানো এক সংবাদ কিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিযানে প্রকাশ্যে সামরিক বাহিনীর পোশাক তৈরি এবং বিক্রির অভিযোগে ২৪০ হাজী প্লাজা, কাটা পাহাড়, টেরী বাজারস্থ ‘ইউনিক ফেব্রিক্স’ ৪৫/ডি, বদরুদ্দীন মার্কেট, ‘মহরম ক্লথ স্টোর’ ‘তাহের ট্রেডার্স’ ও ‘মেসার্স বাগদাদ ক্লথ স্টোর’ ‘সাপা এন্টারপ্রাইজ’ ‘শাহ আমানত ট্রেডার্স’ নামে ৬টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে কোতয়ালি থানাধীন টেরী বাজার এলাকার কিছু মার্কেটে বিভিন্ন সামরিক বাহিনীর পোশাক ক্রয়-বিক্রয় করে আসছে। পাহাড়ি বিভিন্ন সন্ত্রাসীগোষ্ঠী এবং জঙ্গিগোষ্ঠী এসব সামরিক পোশাক ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। যা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ।

আদায়কৃত জরিমানার অর্থ মোট ১ লাখ ৯০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা এবং জব্দকৃত মালামাল চকবাজার থানাধীন প্যারেড গ্রাউন্ডে ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এনআই/ফেব্রুয়ারি ০৫, ২০১৭)