ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে এবার বসছে না দুই বাংলার মানুষের মিলনমেলা।

কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্তের কারণে ত্রিপুরা রাজ্য সরকার এবার অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত দুই বছর (২০১২ ও ২০১৩) আখাউড়া স্থলবন্দর সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে দুই দেশের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

ত্রিপুরা থেকে প্রকাশিত দৈনিক ‘দেশের কথা’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ভারতে নির্বাচনের কারণে এবার মিলনমেলা আয়োজনে কেন্দ্রীয় সরকার আগ্রহী নয়। অনুষ্ঠানের আগরতলার অন্যতম উদ্যোক্তা সাংবাদিক ও সংস্কৃতিকর্মী শুভ্রজিৎ ভট্টাচার্য মুঠোফোনে জানান, এ বছর আখাউড়া সীমান্তে অমর একুশে পালন করা হচ্ছে না। তবে, এই আয়োজনটি কুমিল্লার বিবির বাজার সীমান্তে অনুষ্ঠিত হবে। গত বছর দুই দেশের লাখো মানুষের উপস্থিতির কারণেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

গত দুই বছর আয়োজন চলাকালে দুই দেশের সীমান্ত সকলের জন্য উম্মুক্ত করে দেওয়া হলে বাংলাদেশ-ভারতের লক্ষাধিক মানুষের অবাধ চলাচল শুরু হয়। এতে অনুষ্ঠানটি দুই দেশের লাখ লাখ বাঙালিদের মিলন মেলায় পরিণত হয়।

(দ্য রিপোর্ট/এসকে/এমসি/ফেব্রুয়ারি ২০, ২০১৪)