চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলায় বরযাত্রীবাহী একটি বাস উল্টে গেলে সোমা চৌধুরী (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার জামিজুরি রাস্তার মাথা কসাই পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত সোমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। নিহত সোমা চৌধুরী পটিয়া উপজেলার বাসিন্দা।

 

দোহাজারী হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, সকাল নয়টার দিকে সোমা চৌধুরীকে গুরুতর আহত অবস্থায় চমেকে নিয়ে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সাড়ে ৯টায় মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এমকে/এনআই/ফেব্রুয়ারি ০৬, ২০১৭)