রাজশাহীতে পুলিশের বাস খাদে, আহত ৩০
রাজশাহী অফিস : উপজেলা নির্বাচনের ডিউটি শেষে চাঁপাইনবাবগঞ্জে ফেরার পথে রাজশাহীর পবায় সড়ক দুর্ঘটনায় ৩০ পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহীর পবা উপজেলার নতুন কসবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলার রিজার্ভ ফোর্স। তারা ১৯ ফেব্রুয়ারি সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনের দায়িত্ব পালন শেষে চাঁপাইনবাবগঞ্জ ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জে যাওয়া পুলিশ সদস্যদের বহন করা বাসটি (যশোর ব-১১-০০৫৭) রাজশাহীর পবা উপজেলার নতুন কসবা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৮-২০৬২) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হওয়ার উপক্রম হয়। এ সময় বাসচালক ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে রাস্তার পাশে খাদে নামাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসে থাকা ৫০ পুলিশ সদস্যর মধ্যে ৩০ জন আহত হন। পরে রাজশাহী সদরদফতর থেকে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসটি উদ্ধার করেন। আহতদের কারও অবস্থা গুরুতর নয়। তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জে পাঠিয়ে দেওয়া হয়েছে।
(দ্য রিপোর্ট/এমএইচ/এএস/ফেব্রুয়ারি ২০, ২০১৪)