দ্য রিপোর্ট প্রতিবেদক : শেয়ার বরাদ্দ দেওয়ার লক্ষ্যি শেফার্ড ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে লটারি সম্পন্ন হয়েছে। একইসঙ্গে লটারির ফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (০৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায়   রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন কোম্পানির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে।

নিম্নে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হল-

স্টক এক্সচেঞ্জ ট্রেক হোল্ডার ও মার্চেন্ট ব্যাংকারদের তালিকা

সাধারন বিনিয়োগকারী

ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারী

প্রবাসী বিনিয়োগকারী

মিউচ্যুয়াল ফান্ড

ইলিজিবল ইনভেষ্টর (মিউচ্যুয়াল ফান্ড ছাড়া)

আইপিওর লটারির ড্র অনুষ্ঠান কোম্পানির চেয়্যারম্যান চ্যাঙ্ ওয়েন কাই, ব্যবস্থাপনা পরিচালক কাও ওয়েন ফু, উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান, প্রধান অর্থ কর্মকর্তাসহ (সিএফও) মো. আতাউর রহমান সহ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর প্রতিনিধি রাকিবুল হাসান,চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রতিনিধি আলী রাগীব, সেন্ট্রাল ডিপোজিটরী বাংলাদেশ লি: (সিডিবিএল) এর প্রতিনিধি সৈয়দ আখতার হোসেন ও ইস্যু ব্যবস্থাপক আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক নূর আহমেদ উপস্থিত ছিলেন।

এর আগে গত ৮ জানুয়ারি শেফার্ড ইন্ডাস্ট্রিজের আইপিওতে আবেদন শুরু হয়। যা চলে ১৬ জানুয়ারি পর্যন্ত। এক্ষেত্রে কোম্পানির চাহিদার চেয়ে প্রায় ৫৩ গুণ বেশি আবেদন জমা পড়ে। যে কারণে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করতে হয়েছে।

উল্লেখ্য, কোম্পানি ২কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। এক্ষেত্রে শুধুমাত্র ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যু করা হবে। উত্তোলিত টাকা দিয়ে ওয়াশিং প্লান্ট ভবন নির্মাণ, সম্প্রসারণ, মেশিন ও সরঞ্জামদি ক্রয়, ইটিপি সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করা হবে।

(দ্য রিপোর্ট/আরএ/এনআই/ফেব্রুয়ারি ০৬, ২০১৭)