দ্য রিপোর্ট প্রতিবেদক : মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) লেনদেন শুরু হতে যাওয়া প্যাসিফিক ডেনিমসের মুনাফা বেড়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে  বা ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর ২০১৬) ব্যবসায় এই উত্থান হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ৩ মাসে কোম্পানির মুনাফা হয়েছে ২ কোটি ৭৭ লাখ টাকা বা শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০.৭৩ টাকা। যা আগের বছরের একই সময়ে হয়েছিল ২ কোটি ৬৯ লাখ টাকা বা ০.৭১ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ৮ লাখ টাকার।

এদিকে আইপিও পরবর্তী শেয়ার বিবেচনায় ইপিএস হয়েছে ০.২৪ টাকা।

উল্লেখ্য ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর প্যাসিফিক ডেনিমসের শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ১৬.২৫ টাকায়।

(দ্য রিপোর্ট/আরএ/ফেব্রুয়ারি ০৬, ২০১৭)