দুই বাজারেই সূচক ও লেনদেন বেড়েছে
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালের শেষদিন দেশের উভয় শেয়ারবাজারে বেড়েছে সূচক ও লেনদেন। তবে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।
দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ১১১ পয়েন্টে।
ডিএসইতে লেনদেন হওয়া ২৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১৩৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দর।
আর টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩৯০ কোটি ১৯ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ২ কোটি টাকা বেশি।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮ পয়েন্টে।
সিএসইতে লেনদেন হওয়া ২১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১১৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দর।
আর টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪ কোটি ১৪ লাখ টাকা।
(দিরিপোর্ট২৪/এনটি/এএস/নভেম্বর ০৬, ২০১৩)