খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের ও পৌর মেয়র কাজী শাহজাহান রিপনসহ উভয় গ্রুপের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত আব্দুল কাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রামগড় উপজেলার নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল কাদের সন্ধ্যায় সোনাইপুল এলাকায় ভোটারদের সঙ্গে দেখা করতে জান। এ সময় রামগড় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও রামগড় পৌর মেয়র কাজী শাহজাহান রিপনের লোকজনের সঙ্গে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের ও পৌর মেয়র কাজী রিপনসহ উভয় পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হন।

আব্দুল কাদেরের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা মিছিল বের করে ও রামগড়-ফেনী সড়কে ব্যারিকেট দেয়। আহত আব্দুল কাদেরকে রামগড় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

রামগড় থানার অফিসার ইনচার্জ জুবাইরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

(দ্য রিপোর্ট/এইচএমপি/এএস/এএল/ফেব্রুয়ারি ২০, ২০১৪)