ঘুষের টাকাসহ চসিক কর্মকর্তা আটক
চট্টগ্রাম অফিস : ঘুষ গ্রহণকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক)এক রাজস্ব কর্মকর্তাকে ঘুষের ২০ হাজার টাকাসহ আটক করেছে দুদক। ওই কর্মকর্তার নাম আলী আকবর (৫৭)। তিনি
চসিকের রাজস্ব সার্কেল-২ এর উপ-রাজস্ব কর্মকর্তা।
অবশ্য ঘুষ গ্রহণের বিষয়টি অস্বীকার করেন আলী আকবর বলেছেন, এটি তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর বহদ্দারহাট থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে নগরীর চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়েছে।
দুদক চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক (ডিডি) মোশাররফ হোসেন মৃধা সাংবাদিদের জানান, জামাল উদ্দিন নামে এক ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ দেয়ার সময় দুদক টিম আলী আকবরকে আটক করেন।
দুদক সূত্রে জানা গেছে, জামাল উদ্দিন নামে এক ব্যক্তি দুদকে অভিযোগ করেন যে, হোল্ডিং ট্যাক্স নির্ধারণ ও নাম পরিবর্তনের জন্য চসিকের রাজস্ব সার্কেল ২-এর উপ কর কর্মকর্তা আলী আকবর তার কাছে ৪০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এ অভিযোগের পর আলী আকবরকে হাতেনাতে ধরার জন্য চান্দগাঁও থানা পুলিশের সহযোগিতায় দুদক ফাঁদ পাতে এবং জামাল উদ্দিনকে ঘুষের টাকা দিতে বলে।
সে অনুযায়ী, মঙ্গলবার দুপুরে বহদ্দারহাট সার্কেল অফিসে টাকা লেনদেনের সময় চসিক কর্মকর্তা আলী আকবরকে ঘুষের টাকাসহ আটক করা হয়।
তবে ঘুষ নেওয়ার বিষয়টি অস্বীকার করেআলী আকবর সাংবাদিকদের বলেন, এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি কারো কাছ থেকে ঘুষ নেয়নি। আমি বাসা থেকে অফিসে আসার কিছুক্ষণ পর দুদক আমাকে ঘেরাও করে জেরা করে এবং আটক করেছে।
(দ্য রিপোর্ট/এমকে/ফেব্রুয়ারি ০৭, ২০১৭)