খুলনা ব্যুরো : ফজর নামাজের পর বৃহস্পতিবার (ফেব্রুয়ারি ০৯) আম বয়ানের মধ্য দিয়ে খুলনায় প্রথমবারের মত তিনদিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে। লাখ লাখ মুসল্লিদের উপস্থিতিতে এই ইজতেমায় ১৬টি দেশের ১২০টি বিদেশি তাবলিগের সাথী উপস্থিত হয়েছেন।

খুলনার মোহাম্মদনগরের মাঠে অনুষ্ঠিত এই ইজতেমাকে ঘিরে তিনস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। পুরো ইস্তেমা এলাকায় ৫৪টি সিসি ক্যামেরাসহ ওয়াচটাওয়ার স্থাপন করা হয়েছে। সার্বক্ষণিক যোগাযোগের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে এবং কেএমপি পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম রাখা হয়েছে।     

ছয় লাখ বর্গফুট এলাকায় অবস্থিত ইজতেমা ময়দানের চারপাশ ঘিরে ৫১৬টি টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিরা যাতে ভালো ভাবে বয়ান শুনতে পারে সেজন্যে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা রাখা হয়েছে। অসুস্থ মানুষের সেবা প্রদানের জন্য ঢাকা থেকে একটি এবং স্থানীয়ভাবে একাধিক মেডিকেল টিম রয়েছে।

কর্তৃপক্ষ আশা করছেন সুদান, ইউকে, থাইল্যান্ড, চীন, কাতার, মালয়েশিয়া, কানাডা, মরক্কোসহ ১৬টি দেশ থেকে বিদেশি মেহমান এ ইজতেমায় উপস্থিত থেকে বয়ান করবেন।

ইজতেমাকে কেন্দ্র করে নিরাপত্তার সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/এস/এমকে/এপি/ফেব্রুয়ারি ০৯, ২০১৭)