রোহিঙ্গাক্যাম্প পরিদর্শনে তিন রাষ্ট্রদূত
‘মিয়ানমারে যে নির্যাতন হয়েছে তা গণহত্যার শামিল’
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত তিনটি দেশের রাষ্ট্রদূত। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন এই তিন রাষ্ট্রদূত। তারা হলেন- বাংলাদেশে নিযুক্ত ব্রিট্টেনের রাষ্ট্রদূত অ্যালিসন ব্লেক, কানাডার রাষ্ট্রদূত বিনো পিয়েরে লারামি ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত মিজ জুলিয়া নিব্লেট।
ক্যাম্প পরিদর্শনকালে সাম্প্রতিক সময়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথাও বলেছেন তারা। তাদের মুখ থেকে, নির্যাতনের (মিয়ানমারের সেনাবাহিনীর) লোমহর্ষক বর্ণনা শুনেছেন তিন রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূতরা সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা যে নির্যাতনের কথা আমাদের বলেছে তা নির্যাতন নয়, বরং এটা গণহত্যার শামিল। তাই এ ব্যাপারে বিশ্ববাসীকে এগিয়ে এসে সমধানের পথ বের করতে হবে।’
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এসে পৌঁছান তিন রাষ্ট্রদূত। এরপর তারা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করে রোহিঙ্গাদের সাথে কথা বলেন।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে তিন রাষ্ট্রদূত উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও সকাল ১০টার আগে কুতুপালং ক্যাম্প সংলগ্ন এসিএফ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
এর আগে বুধবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি আবদুর রহমান এ তিন রাষ্ট্রদূতের সাথে আলাপ করেন।
(দ্য রিপোর্ট/এমএইচএ/জেডটি/ফেব্রুয়ারি ০৯, ২০১৭)