দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্যাথলজির রিপোর্টে ডাক্তারের স্বাক্ষর না থাকায় বার্ন ইউনিটের মেডিকেল টেকনোলজিস্ট প্রণব চক্রবর্তীকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় শহীদ (৩৮) নামের এক দালালকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ডা. তোফাজ্জল হক চয়ন জানান, বার্ন ইউনিটের শিশু ওয়ার্ডে মারুফা (৮) নামের এক রোগী ভর্তি আছে। বিকেলে তাকে দেখতে তিনি বার্ন ইউনিটে আসেন। এসে তিনি দেখতে পান প্যাথলজির কাগজে পরীক্ষার নমুনা থাকলেও সংশ্লিষ্ট ডাক্তারের কোন স্বাক্ষর নেই। এমনকি বার্ন ইউনিটে ভর্তি ১০০ থেকে ১৫০ রোগীর কাগজে কোন স্বাক্ষর নেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকির হোসেন জানায়, বার্ন ইউনিটের মেডিকেল টেকনোলজিস্ট প্রণব চক্রবর্তীর গাফিলতি থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং দালাল শহীদকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। যদি আরও কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এপি/ফেব্রুয়ারি ০৯, ২০১৭)