দ্য রিপোর্ট প্রতিবেদক : নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সহ নির্বাচন কমিশনারদের ‘গোপাল’ বলে সম্বোধন করায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন আহমেদ ও উপস্থাপক ফয়সাল আল মাহমুদের বিরুদ্ধের মামলা হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) মামলাটি করেছেন ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মো. বাহালুল আলম বাহার।

মামলাটির প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ তদন্ত করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে আগামী সাত দিনের মধ্যে কি ব্যবস্থা নেওয়া হবে তা জানানোরও আদেশ দিয়েছেন আদালত।

মামলার বিররণে জানা গেছে, ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৪৭ মিনিটে এসএ টিভিতে ‘লেট এডিশন’টক শোতে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত নতুন নির্বাচন কমিশনারদের ‘গোপাল’ বলে সম্বোধন করেন অনুষ্ঠানের উপস্থাপক ফয়সাল আল মাহমুদ।

আইনজীবীর বাহালুল মনে করেন, নির্বাচন কমিশনারদের ‘গোপাল’ বিশেষণে আখ্যায়িত করে আসামিরা অপরাধ করেছেন। কারণ, গোপাল শব্দটি আভিধানিক অর্থ গরুর পাল ও রাখালকে বুঝায়।

(দ্য রিপোর্ট/এমএম/জেডটি/এনআই/ফেব্রুয়ারি ০৯, ২০১৭)