সিলেট প্রতিনিধি : সিলেটে পাথর তোলার সময় মাটিচাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

 

গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে বিছানাকান্দি পাথর কোয়ারির বাদেপাশায় তিন শ্রমিক মাটিচাপা পড়েন।

ওসি আরও জানান, বাদেপাশা খেয়াঘাট সংলগ্ন বাছিত মিয়ার মালিকানাধীন গর্ত থেকে রাতে অবৈধভাবে পাথর তুলছিল স্থানীয় একটি প্রভাবশালী চক্র। এ সময় মাটি ধসে পড়লে তিন শ্রমিক মারা যান বলে খবর আসে। প্রাণহানির ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য শ্রমিকদের লাশ রাতের আঁধারেই সরিয়ে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে ওসি বলেন, আমরা লাশ উদ্ধারে কাজ শুরু করেছি।

(দ্য রিপোর্ট/এম/এনআই/ফেব্রুয়ারি ১০, ২০১৭)