ভাষা শহীদদের প্রতি খালেদা জিয়ার শ্রদ্ধা
দ্য রিপোর্ট প্রতিবেদক: মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার মধ্যরাতে দলের শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার পর রাত ১টার দিকে শহীদ মিনারে আসেন খালেদা জিয়া।
দলীয় প্রধান শহীদ মিনারের মূল বেদিতে ওঠার আগে বিএনপির সিনিয়র নেতারা চেয়ারপারসনের জন্য অপেক্ষাকরেন। পরে তিনি কেন্দ্রীয় নেতাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর শহীদ মিনার ত্যাগ করেন।
এদিকে, পুলিশী বাধায় একুশের প্রথম প্রহরে খালেদা জিয়াকে শহীদ মিনারে যেতে দেয়া হয়নি বলে অভিযোগ করে বিএনপি। চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান অভিযোগ করেন, রাত সাড়ে ১১টা থেকেই চেয়ারপারসনের গুলশানের বাসার সামনে ব্যাপক পুলিশ অবস্থান নিয়ে ব্যারিকেড তৈরি করে বাধা প্রদান করে। সোয়া ১২টার দিকে খালেদা জিয়া তার গুলশানের কার্যালয়ে যান। সেখানে নেতাদের নিয়ে অপেক্ষা করে সাড়ে ১২টার পর সিনিয়র নেতাদের নিয়ে তিনি শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হন।
রাত ১টার দিকে খালেদা জিয়ার গাড়িবহর শহীদ মিনারের প্রাঙ্গণে এসে পৌছায়। এরপর নেতাদের নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শহীদ মিনারের বেদিতে যান।
এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মইন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, ড. ওসমান ফারুক, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক জয়নুল আবেদিন ফারুক, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবুল খায়ের ভ্ইুয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/টিএস/ডব্লিউএস/ফেব্রুয়ারি ২১, ২০১৪)