দ্য রিপোর্ট ডেস্ক : ঘরের মাঠে এক মৌসুমে সর্বোচ্চ রানের মালিক এখন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) হায়দ্রাবাদে বাংলাদেশের বিপক্ষে ২০৪ রান করার মধ্যদিয়ে এক মৌসুমে ১১৬৮ রান করেছেন তিনি। এই সুবাদে স্বদেশী সাবেক অধিনায়ক বীরেন্দ্র শেবাগকে টপকে গেছেন কোহলি।

সফরকারী বাংলাদেশের বিপক্ষে আগের দিনের ৩ উইকেটে ৩৫৬ রানের সংগ্রহ নিয়ে এদিন দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বিরাট কোহলির দল। আগের দিনের ১১১ রান নিয়ে উইকেটে ছিলেন অধিনায়ক কোহলি। সঙ্গে ৪৫ রান নিয়ে ছিলেন অজিঙ্ক রাহানে। রাহানে ব্যক্তিগত ৮২ রানে আউট হলে অন্যদিক আকড়ে থাকেন ভারত অধিনায়ক। এরপর টানা চতুর্থ টেস্টে ডাবলসেঞ্চুরি করার রেকর্ড গড়েন তিনি। সঙ্গে হয়ে যান এক মৌসুমেসর্বোচ্চ রানের মালিক। চলতি মৌসুমেরচার মাস বাকি থাকতে ১৫ ইনিংসে এখন তার সংগ্রহ দাঁড়িয়েছে ১১৬৮ রান।

এর আগে এই রেকর্ডটি ছিল কোহলির স্বদেশী সাবেক অধিনায়ক বীরেন্দ্র শেবাগের দখলে। ১৭ ইনিংসে তার সংগ্রহে ছিল ১১০৫ রান।

এছাড়া এদিন ডাবল সেঞ্চুরি করার মধ্যদিয়ে ক্রিকেট ইতিহাসের প্রথম কোন ব্যাটসম্যান হিসেবে টানা চার সিরিজে ডাবল সেঞ্চুরির বিরল রেকর্ডও গড়েছেন কোহলি।

(দ্য রিপোর্ট/এজে/ফেব্রুয়ারি ১০, ২০১৭)