প্রভাতফেরিতে মানুষের ঢল
দ্য রিপোর্ট প্রতিবেদক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রভাতফেরিতে মানুষের ঢল নেমেছে। মধ্য রাতে মানুষের উপস্থিতি কম থাকলেও পুব আকাশে সূর্য ওঠার আগেই শুক্রবার ভোর থেকেই শহীদ মিনার অভিমূখে যাত্রা শুরু করে হাজারো মানুষ।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সব বয়সী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পলাশীর মোড়। দীর্ঘ লাইনে দাড়িয়ে শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এগিয়ে যাচ্ছেন তারা।
সকালে খালি পায়ে ফুল হাতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
(দ্য রিপোর্ট/এসআর/ডব্লিউএস/ফেব্রুয়ারি ২১, ২০১৪)