চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে নিহত ২
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) নগরীর চাঁন্দগাও থানার কালুরঘাট মোহরা এলাকা এবং কদমতলী এলাকায় এসব দুর্ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তিনি হলেন রিকশাচালক মো সুমন (২৮)। অন্যজনের পরিচয় জানা যায়নি।
জিআরপি থানার (রেল পুলিশ)ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল ইসলাম দুর্ঘটনা দুটির সংবাদ নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দুপুর পৌনে ১টার দিকে নগরীর কদমতলী এলাকায় রেললাইন পার হতে গিয়ে ঢাকা মেইল ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান মধ্য বয়সী আজ্ঞাত ব্যক্তি। তার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার দুটি পা কাটা পড়েছে।
এর আগে সকালে নগরীর কালুরঘাট খেজুরতলা এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত হন রিকশাচালক সুমন। একটি হাত ও একটি পা কাটা পড়েছে। বেলা সাড়ে ১২টার দিকে দোহাজারীগামী ট্রেনে কাটা পড়েন সুমন। এরপর তাকে চমেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক জানিয়েছেন, নগরীতে পৃথক দুটি দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
(দ্য রিপোর্ট/জেডটি/এনআই/ফেব্রুয়ারি ১০, ২০১৭)