মৌলভীবাজারে প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি
মৌলভীবাজার প্রতিনিধি : একুশের প্রথম প্রহরে মৌলভীবাজার শহরের কোর্ট রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
রাত ১২টা এক মিনিটে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, ভাষার এই গান গেয়ে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা বিএনপির একাংশ, জাসদ, জেলা দুর্নীতি দমন কমিশন, কমিউনিস্ট পার্টি, সড়ক পরিবহণ শ্রমিক, প্রেস ক্লাব মৌলভীবাজারসহ বিভিন্ন সংগঠন।
(দ্য রিপোর্ট/টিএফ/এপি/এসবি/ফেব্রুয়ারি ২১, ২০১৪)