চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর রেয়াজুদ্দিন বাজার এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে এক ছাত্রলীগকর্মী নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে। নিহত ছাত্রলীগ কর্মীর নাম ইয়াছিন (২৬)। সে চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র। তার বাড়ি সাতকানিয়া উপজেলায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, শনিবার বেলা আড়াইটার দিকে ছুরিকাঘাতে আহত ইয়াছিন নামে এক ছাত্রলীগকর্মীকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এস/এপি/ফেব্রুয়ারি ১১, ২০১৭)