কক্সবাজার শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি
দ্য রিপোর্ট প্রতিবদক : কক্সবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। রাত ১২টা ১ মিনিটে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন সকল অতিরিক্ত জেলা প্রশাসক ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে শহীদ বেদিতে ফুল দেন।
এরপর কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদের নেতৃত্বে জেলা পরিষদ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আজাদ মিয়ার নেতৃত্বে জেলা পুলিশ, কক্সবাজারের পৌর মেয়র সরওয়ার কামালের নেতৃত্বে কক্সবাজার পৌরসভা, কক্সবাজার প্রেস ক্লাব, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগ, কক্সবাজার মেডিকেল কলেজ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি সহ নানা সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবী, সংগঠন ও প্রতিষ্ঠান এবং নানা শ্রেণি পেশার মানুষ শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
(দ্য রিপোর্ট/এসএএম/এপি/এসবি/ফেব্রুয়ারি ২১, ২০১৪)