ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাত ১২টা ০১ মিনিটে শহীদদের স্মরণে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, আওয়ামী লীগ, বিএনপি, ঝিনাইদহ প্রেস ক্লাব, জেলা আইনজীবী সমিতি, সামাজিক-সাংস্কৃতিক-স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান।

মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসুচির মধ্যে রয়েছে- প্রভাতফেরী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

(দ্য রিপোর্ট/আরএইচ/একে/এসবি/ফেব্রুয়ারি ২১, ২০১৪)