দ্য রিপোর্ট ডেস্ক : হায়দ্রাবাদে স্বাগতিক ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে অধিনায়কত্ব করে আগেই ক্রিকেট ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন বাংলাদেশের সাদা পোষাকের অধিনায়ক মুশফিকুর রহিম। এবার  সেঞ্চুরি তুলে নিয়ে ক্রিকেট ইতিহাসের আরেকটি অংশ হয়ে গেলেন তিনি। একই সঙ্গে ঐতিহাসিক এই টেস্টে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিও তুলে নিয়েছেন তিনি। তবে, দুই দেশের ক্রিকেট ইতিহাসের অংশ হলেও ভারতের বিপক্ষে এটি মুশফিকের দ্বিতীয় সেঞ্চুরি।

টেস্ট মর্যাদা পাওয়ার ১৭ বছর পর ভারতের মাটিতে প্রথম বারের মতো টেস্ট খেলছে বাংলাদেশ। সেই হিসেবে দুই দেশের মধ্যে চলা এই টেস্টটি যে ঐতিহাসিক তা আর বলার অপেক্ষা রাখে না। ঐতিহাসিক এই টেস্টেরই চতুর্থদিনে এসে নিজেদের প্রথম ইনিংসে উমেশ যাদবের বলে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিক। এদিন সেঞ্চুরি উদযাপনে ২৩৫টি বল মোকাবেলা করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। যেখানে তিনি হাঁকিয়েছেন ১৩টি চার ও ১টি ছক্কা।

এর আগে ভারতের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনের শুরুটা ভালো না করতে পারলেও শেষটা ভালোই করেছিল বাংলাদেশ। মুশফিকুর রহিম এবং মেহেদী হাসান মিরাজের ব্যাটে ফলোঅন এড়ানোর চেস্টাও করেছিল বাংলাদেশ। তবে চতুর্থ দিনের প্রথম ওভারেই আগের দিনের ৫১ রান নিয়ে ক্রিজে থাকা মিরাজ বিদায় নিলে আরও কিছুক্ষণ টিকেছিলেন মুশফিক। দলের শেষ উইকেট হিসেবে তিনি বিদায় নিলে বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৩৮৮ রানে। আর মুশফিক শেষ পর্যন্ত সংগ্রহ করেন নিজ টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সর্বোচ্চ ১২৭ রান।

প্রসঙ্গত, ২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়ার পর এ পর্যন্ত ৫২ টি টেস্ট (চলমান টেস্টসহ) ম্যাচ খেলেছেন মুশফিক। যেখানে তার বর্তমান গড় রয়েছে প্রায় ৩৫। আর রান সংখ্যা আছে ৩০৪৯। এর আগে ভারতের বিপক্ষে প্রথম সেঞ্চুরিটি মুশফিক হাঁকিয়েছিলেন ঘরের মাঠে (চট্টগ্রামে) ২০১০ সালে। আর টেস্টে এ পর্যন্ত তার সর্বোচ্চ রানের স্কোর রয়েছে ২০০। যেটি তার ক্যারিয়ারে একমাত্র ডাবল সেঞ্চুরি। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে যা তিনি করেছিলেন ২০১৩ সালে।

(দ্য রিপোর্ট/এজে/ফেব্রুয়ারি ১২, ২০১৭)