দ্য রিপোর্ট প্রতিবেদক : বসন্ত উৎসবের সন্ধ্যায় ঘুরে আসতে পারেন ‘সুরগাঁও’-এ। রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালায় পয়লা ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে দেশ নাটকের নতুন প্রযোজনা ‘সুরগাঁও’। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন মাসুম রেজা। এটি দেশ নাটকের ২২তম প্রযোজনা।

নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা বলেন, ‘সারাদিন বসন্ত উৎসবের পর সন্ধ্যায় নাট্যশালায় ‘সুরগাঁও’ দেখতে আসতে পারেন। বসন্তের আনন্দে এই নাটকটি ভিন্নমাত্রা যোগ করবে। পয়লা ফাল্গুনের সন্ধ্যায় নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন হতে যাচ্ছে। এর আগে গত ২০ জানুয়ারি নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়।’

‘সুরগাঁও’ এর মধ্য দিয়ে ঢাকার মঞ্চে ১৬ বছর পর কোন নাটক নির্দেশনা দিয়েছেন মাসুম রেজা। নাটকটিতে মোট ২৩টি চরিত্র রয়েছে। চরিত্রগুলোর নামগুলোও অন্য রকম—আসমান, ওষ্ঠকালা, বাঁশিবুড়ি, পানাই, রাকেপ, বহাই, মুজলি বেগম, ইন্দ্রমুখী, আসমান, সুহি, কাবিল।

(দ্য রিপোর্ট/পিএস/এপি/ফেব্রুয়ারি ১২, ২০১৭)