ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে পুলিশ আহত
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী গ্রাম পারুয়ায় ফেন্সিডিল উদ্ধারের সময় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সদস্য হাসিবুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, ফেন্সিডিল উদ্ধার করতে পুলিশের গোয়েন্দা শাখার দুই সদস্য ওই গ্রামে যায়। ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করার চেষ্টা করলে মোকসেদ আলী নামে এক চোরাকারবারীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য হাসিবুল ইসলাম গুরুতর আহত হন। এ সময় মোকসেদ আলীসহ ৪০ বোতল ফেন্সিডিল ও একটি অস্ত্র আটক করে পুলিশ।
(দ্য রিপোর্ট/এনএইচ/ইইউ/এসবি/ফেব্রুয়ারি ২১, ২০১৪)