চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় আ’লীগ নেতা নিহত
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় উৎপল মজুমদার (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। রবিবার বিকেলে উপজেলার মস্তানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত উৎপল মজুমদার জোরারগঞ্জ থানার উত্তর দুর্গাপুর মানিকলাল মজুমদারের ছেলে। তিনি উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই মো. ফরিদ উদ্দিন জানান, উৎপল মজুমদার মোটরসাইকেলে করে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল থেকে পড়ে যায়। এ সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
(দ্য রিপোর্ট/এমএইচএ/এপি/ফেব্রুয়ারি ১২, ২০১৭)