নাটোর প্রতিনিধি : নাটোরে ঢাকাগামী কোচ ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

শুক্রবার সকালে নাটোর-ঢাকা মহাসড়কের সৈয়দের মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক, ফায়ার ব্রিগেড কর্মকর্তা আব্দুর রউফ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী কোচ ‘দেশ ট্রাভেলসের’ সঙ্গে বিপরীতমুখি একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার ড্রাইভার রাজশাহী কাটাখালী এলাকার শাকের আলীর ছেলে জীবন (২৪), হাসপাতালে নেওয়ার পথে হেলপার রাজশাহী মতিয়ার থানার শ্যামপুর এলাকার কান্দরপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে অনীল (২৫) ও চিকিৎসাধীন অবস্থায় বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে কাঁচামাল ব্যবসায়ী মাসুদ রানা (৩০) মারা যান। নিহত অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় আহতরা হলেন- শহরের হাফরাস্তা এলাকার মজিবর আলীর ছেলে আনোয়ার (৭০), সদর উপজেলার পারহালসা এলাকার মুছা মন্ডলের ছেলে হযরত আলী ও মির্জাপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে আব্দুস সামাদ।

(দ্য রিপোর্ট/ওএস/এসবি/ফেব্রুয়ারি ২১, ২০১৪)